ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

গুইমারায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৩, জানুয়ারি ১৬, ২০১৯
গুইমারায় অস্ত্র-গুলিসহ যুবক আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ মধুরঞ্জন ত্রিপুরা নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার বাইল্যাছড়ি রাবার বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মধুরঞ্জন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার লক্ষীরঞ্জন ত্রিপুরার ছেলে।

পুলিশ জানায়, আটক যুবক পাহাড়ি সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের চাঁদা কালেক্টর। গোপন সংবাদের ভিত্তিতে বাইল্যাছড়ি রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড গুলি, দেশীয় দা ও চাঁদা আদায়ের রশিদ বইসহ তাকে আটক করা হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া বাংলানিউজকে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।