ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২২, জানুয়ারি ১৬, ২০১৯
আশুলিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় একটি বাড়ি থেকে ফ্যানের সঙ্গে ওড়না বাঁধা অবস্থায় মিনা বেগম (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার কবিরপুর এলাকার মুজিবরের মালিকানাধীন বাড়ির একটি কক্ষ থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনা তার স্বামীকে আটক করা হয়েছে।

মিনা বেগম টাঙ্গাইলের ঘাটাইল থানার মীর হোসেনের মেয়ে। আটক স্বামী আবদুল আলীমের (৩০) গ্রামের বাড়ি একই জেলার ধনবাড়ি থানায়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।