মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার (১৬ জানুয়ারি) পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ, ডুবুরি দল, স্থানীয় প্রশাসন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
সূত্র জানায়, ট্রলারডুবির ঘটনার বেশকিছু সময় পর সংশ্লিষ্টরা খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেন। নিখোঁজ হওয়া বেশিরভাগ শ্রমিকদের বাড়ি পাবনায়। মঙ্গলবার ভোরে ট্রলার ডুবির ঘটনা ঘটলেও সংশ্লিষ্টরা খবর পায় বিকেলে। এরপর বেঁচে যাওয়া শ্রমিকদের খোঁজ নিয়ে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। বুধবার সকাল থেকে কয়েকটি পয়েন্টে নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আসাদ আলী বাংলানিউজকে জানান, মেঘনা নদীর চর ঝাপটায় মালবাহী ষাটনলগামী একটি জাহাজের সঙ্গে মাটি বোঝাই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাগামী একটি ট্রলারের ধাক্কা লাগে। এতে ট্রলারটির ৩৪ জন শ্রমিক নিয়ে ডুবে যায়। এরমধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও ২০ জন শ্রমিক নিখোঁজ হন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এনটি