ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

কমলনগরে বিষ ঢেলে ৩ লাখ টাকার মাছ নিধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৭, জানুয়ারি ১৬, ২০১৯
কমলনগরে বিষ ঢেলে ৩ লাখ টাকার মাছ নিধন মরা মাছ। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের একটি খামারে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস ও হাজিরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

এর আগে মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মাছের খামারটিতে বিষ ঢেলে দেয়।

বুধবার সকাল পর্যন্ত খামারের সব মাছ মরে ভেসে উঠে।

মাছ চাষি শাহ আলম জানান, ৫ একর জমিতে খামার করে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের চাষ করেন তিনি। রাতের আঁধারে দুর্বৃত্তরা তার মাছের খামারটিতে বিষ ঢেলে দেয়। এতে খামারের সব মাছ মরে ভেসে উঠে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়।

হাজিরহাট তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরা মাছ দেখেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এসআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।