ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইসির গাইড লাইনের অপেক্ষায় আতিক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
ইসির গাইড লাইনের অপেক্ষায় আতিক আতিকুল ইসলাম

ঢাকা: প্রয়াত মেয়র আনিসুলের জায়গায় ভারপ্রাপ্ত মেয়র দিয়ে চলছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এক বছরের বেশি সময় ভারপ্রাপ্ত মেয়র দিয়ে চলছে ডিএনসিসি। এরমধ্যে একজন ভারপ্রাপ্ত মেয়রও মারা গেছেন।
নির্বাচিত মেয়র না থাকায় উত্তর সিটি করপোরেশনের অনেক কাজই সময়মতো হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। 

প্রয়াত আনিসুল হকের উত্তরসূরি খুঁজতে ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের দিন নির্ধারণ করেছিল নির্বাচন কমিশন। তার আগেই অর্থাৎ, ১৭ জানুয়ারি হাইকোর্টে একটি রিট আবেদন করেন  ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

তার সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশে স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে গত বছরের ১ ফেব্রুয়ারি আপিল বিভাগে আবেদন করা হয়।  

৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি এক আদেশে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ২৫ ফেব্রুয়ারি শুনানি শেষে রুলটি হাইকোর্টের উক্ত বেঞ্চে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন।
 
প্রায় এক বছর চলার পর (১৬ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং ঢাকার দুই সিটি করপোরেশনের নতুন ৩৬টি সাধারণ ওয়ার্ড নিয়ে জারি করা রুল খারিজ করেছেন হাইকোর্ট। ফলে এখন আরা ভোট গ্রহণে বাধা থাকলো না। এখন নির্বাচন কমিশন পুনঃতফসিল ঘোষণা করলেই শুরু হবে নির্বাচনী উন্মাদনা।

আগের তফসিল অনুযায়ী ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মেয়র প্রার্থী ছিলেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। অপরদিকে বিএনপির প্রার্থী ছিলেন আনিসুল হকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী তাবিথ আউয়াল।  

বুধবার (১৬ জানুয়ারি) হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল আতিকুল ইসলামের কাছে।
 
আতিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। দল থেকে আমাকে অাগেই মনোনয়ন দিয়েছে। সেজন্য আমি মাঠে কাজও করেছি।  তবে আমি যেহেতু আগে দলের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়েছি তাই আমার প্রস্তুতি মোটামুটি নেওয়া আছে। আমি এখন প্রস্তুত। তাছাড়া একাদশ সংসদ নির্বাচনেও দলের পক্ষে কাজ করেছি। আমি অনেক এলাকায় গেছি।
 
তিনি বলেন, আদালত খারিজ করে দিলেও নির্বাচন কমিশনের কিছু বিষয় আছে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে তাদের গাইড লাইন পেলে আমি আবারও মাঠে সরব হবো। ২০১৭ সালের ৩০ নভেম্বর ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় মেয়র পদ শূন্য হয়। এ কারণে এ পদে উপ-নির্বাচনের জন্য ইসি তফসিল ঘোষণা করে।
 
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।