ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত গৃহবধূর মৃত্যু

নাটোর: নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় আহত গৃহবধূ বুলু খাতুন (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।  

বিকেলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল এতথ্য নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি জানান, বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় লালপুর-গোপালপুর সড়কের শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়ামের সামনে দুই সিএনজির সংঘর্ষে বুলু খাতুন ও তার স্বামী বজলুর রশিদ (৫০) ও অজ্ঞাত একজন আহত হন। পরে স্থানীয় তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।  

এ ঘটনা কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।