ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যানের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল মিয়া (৪৩) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে ভৈরবের কমলপুর ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল ভৈরবের আমলাপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুরে বিল্লাল মিয়াসহ কয়েকজন মিলে কমলপুর ঈদগাহ মাঠের কাছে একটি ট্রান্সফারমারের ত্রুটি ঠিক করতে যান। এ সময় বৈদ্যুতিক তারে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভৈরব বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিল্লাল মিয়া প্রাইভেট ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। তবে, এ ঘটনায় কারও দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।