ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘরে ঢুকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
ঘরে ঢুকে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদরের গাছবান এলাকায় ঘরে ঢুকে রনিক ত্রিপুরা (৪১) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। রনিক প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সদস্য বলে জানা গেছে।


 
ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা এ হত্যাকাণ্ডের জন্য এমএন লারমা নেতৃত্বাধীন জেএসএস কে দায়ী করছেন। তিনি বলেন, রাতে  ৪-৫ জনের সশস্ত্র একদল সন্ত্রাসী ঘরে ঢুকে রনিককে গুলি করে পালিয়ে যায়।  

তবে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে জেএসএস।
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।