ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় ট্রাকচাপায় স্বামী, স্ত্রী ও ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
বাগাতিপাড়ায় ট্রাকচাপায় স্বামী, স্ত্রী ও ছেলে নিহত ঘাতক ট্রাকটি। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়ি এলাকায় ট্রাকচাপায় মোরটসাইকেল আরোহী স্বামী, স্ত্রী ও তাদের ছেলের মৃত্যু হয়েছে।

রোববার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পকেটখালি রোডের বাঁশবাড়িয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- খালেদুর রহমান (৩২), তার স্ত্রী সোনিয়া বেগম (২৪) ও ছেলে তাসলিম (০৫)।

 

খালেদুর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী বাজারের খালেদ সু-স্টোরের প্রোপাইটর খাইরুল ইসলামের ছেলে।  

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বাংলানিউজকে বলেন, বাঁশবাড়িয়ার কৈচরপাড়া গ্রামের রফিকুল ইসলাম নামে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেয়ে স্ত্রী-সন্তানকে নিয়ে একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন খালেদুর। পথে বাঁশবাড়িয়া ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে বালুবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজনই মারা যান।  

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯ / আপডেট: ১৯৪৮ ঘণ্টা
এসআই/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।