ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রংপুরে ট্রাক্টর চাপায় বৃদ্ধার মৃত্যু

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৯
রংপুরে ট্রাক্টর চাপায় বৃদ্ধার মৃত্যু

রংপুর: রংপুরে বালুবাহী ট্রাক্টর চাপায় বেলী বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে রংপুর সদর উপজেলার পালিচড়া রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলী বেগম মমিনপুর কদমতলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে পালিচড়া স্টোরের মোড় এলাকায় সনি ইটভাটার সামনে একটি বালু বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ওই অটোরিকশায় থাকা বৃদ্ধা বেলী বেগম ঘটনাস্থলেই নিহত ও দুইজন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

রংপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল রহমান বাংলানিউজকে জানান, ট্রাক্টর চালককে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ