ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের পাইকারা এলাকায় সড়কের গর্তের মধ্যে চাকা পড়ে ভ্যান উল্টে রাকিবুল মুন্সি (১৬) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাকিবুল উপজেলার বোয়ালীয়া ইউনিয়নের হামরাট এলাকার শরিফ মুন্সির ছেলে।

প্রত্যক্ষদশীরা জানায়, রাকিবুল ভ্যান চালিয়ে বোয়ালীয়া থেকে পাংশার উদ্দেশে আসছিলেন। পথে ওই আঞ্চলিক মহাসড়কের পাইকারা এলাকায় পৌঁছালে রাস্তার গর্তে ভ্যানটি পরে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই কমপ্লেক্সের চিকিৎসক ডা. তানজিনা বাংলানিউজকে বলেন, আহত ভ্যানচালকের বুকের পাঁজরের কয়েকটি হাড় ভাঙা ছিলো। ধারণা করা হচ্ছে, বুকে অতিরিক্ত আঘাত ও রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।