ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, হেলপারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, হেলপারের মৃত্যু

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসকে আরেকটি বাস পেছনকে থেকে ধাক্কা দেওয়ায় এক হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন।

রোববার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।

 

হাইওয়ে পুলিশ নন্দীগ্রাম কুন্দারহাট ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বাংলানিউজকে জানান, জয়পুরহাট থেকে পাবনার উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসি পরিবহনের একটি বাস ঘোগা বটতলায় পৌঁছালে গাড়িটির একটি চাকা পাংচার হয়ে যায়। সেজন্য বাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে মেরামত করা হচ্ছিলো। ঠিক সেই সময় একই দিক আসা ঢাকাগামী এসআই পরিবহনের আরেকটি বাস দাঁড়িয়ে থাকা সেই গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কমপক্ষে ২০ জন আহত হন।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এসআই পরিবহনেরই বাসের হেলপার মারা যান। এছাড়া আহতদের মধ্যে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়। এই চারজনের অবস্থা আশঙ্কাজনক।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।