ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীর গ্লোব ফ্যাক্টরিতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
নোয়াখালীর গ্লোব ফ্যাক্টরিতে আগুন

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে গ্লোব সফট ড্রিংকসের ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় অগ্নিনির্বাপক কর্মীদের। কারখানায় থাকা মূল্যবান যন্ত্রপাতি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ৫টার দিকে চৌমুহনী-বেগমগঞ্জ সড়ক সংলগ্ন কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।

 

চৌমুহনী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ন কবির বাংলানিউজকে জানান, আগুন লাগার পর চৌমুহনী, মাইজদী, লক্ষ্মীপুর, সোনাইমুড়ীসহ আশপাশের প্রায় সবগুলো ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।  

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, গ্লোব সফট ড্রিংকসের বোতলজাত প্রক্রিয়ার কাঁচামালের রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। ঘটনার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ফ্যাক্টরির এক কর্মকর্তা জানান, ফ্যাক্টরিতে মূল্যবান কমপ্রেসার, সফট ড্রিংকসের কাঁচামালসহ বিপুল পরিমাণ জিনিসপত্র রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় দুই শ্রমিক আহত হয়েছেন। আগুনে কারখানার চারটি কক্ষ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এনটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।