ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরুড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৯
বরুড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার বরুড়া উপজেলায় নারিকেল গাছ থেকে পড়ে মিজানুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাকপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের (মধ্যলক্ষীপুর) এ ঘটনা ঘটে।

মৃত মিজানুর রহমান উপজেলার শাকপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের (মধ্যলক্ষীপুর) সরবত আলীর ছেলে।

মিজানুর রহমান তিন সন্তানের জনক।

স্থানীয় সূত্র জানান, দুপুরের দিকে মিজানুর রহমান বরুড়া থানার পাশের একটি নারকেল গাছ থেকে ডাব কাটার সময় গাছ থেকে মাটিতে পড়ে যান। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।