ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা দিবসের আগে মুক্তিযোদ্ধাদের তালিকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৯
স্বাধীনতা দিবসের আগে মুক্তিযোদ্ধাদের তালিকা সংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

জাতীয় সংসদ ভবন থেকে: আগামী স্বাধীনতা দিবসের আগে মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের ভাতা আরো বাড়ানোর বিষয় বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রী।

মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির কাজ চলছে।

২০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যে সমস্ত তালিকার ব্যাপারে কোনো আপত্তি নেই সেগুলোর তালিকা আগামী মার্চ মাসে স্বাধীনতা দিবসের আগেই প্রকাশ করা হবে। বাকিগুলো পরবর্তীতে প্রকাশ করা হবে।

মন্ত্রী আরো বলেন, ২ লাখের বেশি মুক্তিযোদ্ধা ভাতা পেতেন। এর মধ্য থেকে ২০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দেওয়া হয়েছে। ১ লাখ ৮২ হাজারের মতো মুক্তিযোদ্ধা এখন ভাতা পাচ্ছেন। আগামী অর্থবছরে মুক্তিযোদ্ধাদের ভাতা সম্মানজনক হারে বৃদ্ধি করার পারিকল্পনা সরকারের আছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য শফিকুল ইসলামের আরেক সম্পূরক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, পিস কমিটির লোক বা তাদের সন্তানরা কেউ মুক্তিযোদ্ধার তালিকায় থাকলে এবং এ ব্যাপারে অভিযোগ এলে অবশ্যই তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। পিস কমিটিতে থেকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হওয়া এটা মুক্তিযুদ্ধের জন্যও অসম্মানের।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৯
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।