ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নিকলীতে ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
নিকলীতে ট্রাক্টরচাপায় স্কুলছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে মো. তৌহিদ (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
 

সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিকলী উপজেলার জারইতলা-কামালপুর ডুবোসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মো. তৌহিদ (১২) উপজেলার জারইতলা-কামালপুর গ্রামের মনু মিয়ার ছেলে।

তিনি কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে তৌহিদ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে জারইতলা-কামালপুর ডুবোসড়কে স্থানীয় ইটভাটার একটি ট্রাক্টর বাইসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।