ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাসচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
সিরাজগঞ্জে বাসচাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী চারা বটতলা এলাকায় বাসের চাপায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন ফোর লেন মহাসড়কের চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- কালিয়া হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বনবাড়িয়া গ্রামের মৃত মজিবর রহমান মোল্লার ছেলে মিজানুর রহমান ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে দুলাল হোসেন।

 

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ বাংলানিউজকে জানান, বহুতী গ্রামে একটি সালিশ বৈঠক শেষে সহযোগী দুলাল হোসেনকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন মিজানুর রহমান। তারা চারা বটতলা এলাকায় পৌঁছালে রংপুর থেকে সিরাজগঞ্জগামী জেনিন পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করে পুলিশী হেফাজতে নেয়া হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯/আপডেট: ১৮২২ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।