ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে পিকআপভ্যানের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
রাজাপুরে পিকআপভ্যানের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় পিকআপভ্যানের চাপায় শাম্মি আক্তার মণি (১৬) নামে এক এসএসসির পরীক্ষার্থী নিহত হয়েছে।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার গালুয়া গ্রামের টাওয়ার এলাকায় রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাম্মি উপজেলার ফুলুহার গ্রামের শহিদুল ইসলাম শামিম মোল্লার মেয়ে এবং পশ্চিম ফুলহার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছরের এসএসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ভান্ডারিয়া উপজেলার নুর আলমের ছেলে জালাল (২২) ও লক্ষীপুরা গ্রামের আলতাফ মীরের ছেলে মোটরসাইকেলচালক নুরুজ্জামান (২৬)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, রাজাপুরগামী একটি পিকআপভ্যান বিপরীতমুখী মোটরসাইকেলকে সামনাসামনি চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী শাম্মি আক্তার ঘটনাস্থলে মারা যান। অপর ২ জন গুরুতর আহত হয়। তাদের রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে রেফার্ড করা হয়েছে।

এদিকে এ ঘটনার পর পুলিশর পিকআপভ্যানচালক রবিউল ইসলামকে (২৭) আটক করেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মঈনুদ্দিন বাংলানিউজকে জানান, ভ্যানচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।