ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর নামক স্থানে স্যালো ইঞ্জিন চালিত তিন চাকার যানবাহনের ধাক্কায় জাহানারা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার স্বামী নজরুল ইসলাম।

সোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের নশকরপাড়া এলাকায়।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, বিকেলে মোটরসাইকেলে করে কুষ্টিয়া যাচ্ছিলেন নজরুল ও জাহানারা। পথে আকুবপুর নামক স্থানে পেছন থেকে একটি তিন চাকার যানবাহন (স্থানীয় ভাষায় লাটাহাম্বা) ধাক্কা দিলে ছিঁটকে রাস্তায় পড়ে আহত হন তারা। এ অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর জাহানারা মারা যান।  

মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।