ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে শিল্পকলা পদক পেলেন ১০ গুণী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
মুন্সিগঞ্জে শিল্পকলা পদক পেলেন ১০ গুণী  শিল্পকলা পদক পেলেন ১০ গুণী 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে সাংস্কৃতিক অঙ্গনে ২০১৮ সালে বিশেষ অবদান রাখায় শিল্পকলা পদক পেয়েছেন ১০ জন গুণী ও সৃজনশীল সংগঠক। 

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ পদক দেওয়া হয়।

সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখায় পদক পেয়েছেন দৈনিক সভ্যতার আলো পত্রিকার সম্পাদক ও দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মীর নাসিরউদ্দিন উজ্জল।

উজ্জল মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অন্মেষণ বিক্রমপুরের সভাপতি।  

এছাড়া অন্যরা হলেন- নাট্যকলায় এইচ কে আলমগীর স্বপন, চিত্রকলায় সুভাষ চন্দ্র দাস সেন্টু, আবৃত্তিতে হোসনে আরা ঝুমুর, কণ্ঠ শিল্পী হিসেবে মো. মাহতাব উদ্দিন, ২০১৭ সালে নাট্যকলায় মো. নাসিম, কণ্ঠ শিল্পী হিসেবে আ. রহিম মনা, অভিজিৎ দাস ববি, বাদ্যযন্ত্রে কমল ব্যাণার্জী ও সঙ্গীতে মাজহারুল হক।

মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এ পদক প্রদান করে। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা শাহিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।