ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে গৃহবধূর  মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
মাগুরায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে গৃহবধূর  মৃত্যু

মাগুরা: মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সার্কিট হাউজ এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে রেশমা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলখানায় স্বামীর সঙ্গে দেখা করে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। রেশমা শহরের হাসপাতাল পাড়ার বাসিন্দা রাব্বি হেসেনের স্ত্রী।

সদর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, রেশমা খাতুনের স্বামী রাব্বি হোসেন ছিনতাইসহ বিভিন্ন মামলায় আসামি হয়ে মাগুরা জেলা কারাগারে আটক রয়েছেন। বিকেলে জেলহাজতে স্বামীর সঙ্গে দেখা করে ইজিবাইকে করে শহরের হাসাপাতাল পাড়ার বাসায় ফিরছিলেন রেশমা। পথে মহাসড়কে  মাগুরা সার্কিট হাউসের সামনে পৌঁছালে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগে তার। এতে ঘটনাস্থলেই রেশমার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।