ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ট্রলার ডুবে নারী নিখোঁজ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
মেঘনায় ট্রলার ডুবে নারী নিখোঁজ 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভাসানচরে মেঘনা নদীতে ট্রলার ডুবে বেবী আক্তার (২৩) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। 

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। রাত ১০টায় গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এ খবর নিশ্চিত করেন।

 

বাংলানিউজকে তিনি জানান, শাহীন মিয়া তার স্ত্রী ও একটি গরু নিয়ে ট্রলারযোগে মেঘনা নদী দিয়ে গজারিয়ার গুয়াগাছিয়া যাচ্ছিলেন। এ সময় বালুবাহী একটি বাল্কহেডের ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। শাহিন মিয়াকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা গেলেও তার স্ত্রী নিখোঁজ রয়েছেন।

তিনি আরও জানান, সন্ধ্যার দিকে ট্রলার ও মৃত গরুটি উদ্ধার করা হয়েছে। তবে বেবী এখনও নিখোঁজ।

বাংলাদেশ সময়: ০২৫৭ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।