ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে হুইপ ইকবালুর রহিমকে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
দিনাজপুরে হুইপ ইকবালুর রহিমকে সংবর্ধনা হুইপ ইকবালুর রহিমকে গণসংবর্ধনা-ছবি-বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুর-৩ (সদর) আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে তাকে এই গণসংবর্ধনা প্রদান করা হয়।
 
জাতীয় সংসদের টানা দ্বিতীয়বারের হুইপ ও দিনাজপুর সদর-৩ (সদর) আসন থেকে টানা তিনবার এমপি নির্বাচিত হওয়ায় এই গণসংবর্ধনার আয়োজন করা হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমপি মনোরঞ্জনশীল গোপাল, দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চনসহ জেলা, শহর ও কোতয়ালী আওয়ামী লীগের নেতারা।  

পরে জেলার সর্বস্তরের মানুষ হুইপ ইকবালুর রহিমকে ফুলেল গণসংবর্ধনা জানান।

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
আরআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।