ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
৫ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সিগঞ্জ: ঘন কুয়শার কারণে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মধ্যরাত ৩টা থেকে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

ঘাট এলাকায় বর্তমানে ৩ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিমুলিয়ার বিআইডাব্লিউটিসি'র উপ মহাব্যবস্থাপক সৈয়দ শাহ মো. বরকত উল্লাহ জানান, গভীর রাতের পর থেকে কুয়াশা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝপদ্মায় কয়েকটি ফেরি আটকা ছিল।  

বর্তমানে এই রুটে ১৫টি ফেরি চলাচল করছে। ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ৩ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যানবাহনের চাপ কমতে শুরু করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।