ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় ‘মাদকবিক্রেতাদের গুলিবিনিময়ে’ নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
শার্শায় ‘মাদকবিক্রেতাদের গুলিবিনিময়ে’ নিহত ১

বেনাপোল (যশোর): যশোরের শার্শার কুচেমোড়া এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি দু’দল ‘মাদকবিক্রেতার মধ্যে গুলিবিনিময়ে’ নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শার্শা থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও দেড় কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছে খবর আসে কুচেমোড়া এলাকায় অজ্ঞাতপরিচয় একজনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে মাদকবিক্রেতাদের ব্যবহৃত একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি ও দেড়কেজি গাঁজা পাওয়া যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এম মশিউর রহমান বাংলানিউজকে জানান, ওই ব্যক্তির মরদেহ ময়না-তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এজেডএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।