ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

অপরাজেয় বাংলায় খসরুর মরদেহে ফুলেল শ্রদ্ধা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
অপরাজেয় বাংলায় খসরুর মরদেহে ফুলেল শ্রদ্ধা অপরাজেয় বাংলার পাদদেশে মুহম্মদ খসরুর মরদেহে শেষ শ্রদ্ধা

ঢাকা বিশ্ববিদ্যালয়: চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ মুহম্মদ খসরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সুস্থধারার চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

বুধবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মুহম্মদ খসরুর মরদেহে শ্রদ্ধা জানাতে আসেন তথ্যমন্ত্রী।  

তিনি বলেন, বাংলাদেশে সুস্থধারার চলচ্চিত্র আনার জন্য মুহম্মদ খসরু আজীবন সংগ্রাম করেছেন।

তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, লেখক, সম্পাদক ও দক্ষ সংগঠক ছিলেন। তিনি যে আন্দোলন করেছেন দেশে সেটা অব্যাহত থাকবে।

এদিন ১১টার দিকে মুহম্মদ খসরুর মরদেহ অপরাজেয় বাংলার পাদদেশে নিয়ে আসা হলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যক্তিবর্গ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন প্রমুখ শ্রদ্বা নিবেদন করেন।  

বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মুহম্মদ খসরুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ সমাহিত করা হবে কেরানীগঞ্জের রোহিতপুরের মোহনপুরে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।