ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

এমপি মোজাম্মেল হোসেনের সহধর্মিণীর ইন্তেকাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এমপি মোজাম্মেল হোসেনের সহধর্মিণীর ইন্তেকাল

বাগেরহাট: বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের স্ত্রী সাবেক প্রধান শিক্ষক জাহানারা বেগম (৭২) ইন্তেকাল করেছেন। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে বাগেরহাট আমলাপাড়াস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

প্রায়ত জাহানারা বেগম শহরের জাহানাবাদ ম্যাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাগেরহাট শিক্ষক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার একমাত্র ছেলে ড. মাহামুদুল হাসান খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন।

শনিবার বাদ জোহর বাগেরহাট আলীয়া মাদ্রাসায় মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদ আছর মোড়েলগঞ্জের কচুবুনিয়া গ্রামের নিজ বাড়িতে মরহুমার শেষ নামাজে জানাজার তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।