ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সবার আগে ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা: আতিকুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
সবার আগে ক্লিন ঢাকা, গ্রীন ঢাকা: আতিকুল ইসলাম আতিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ঢাকা: সবার আগে ক্লিন ঢাকা এবং গ্রীন ঢাকা গড়ে তোলাই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কড়াইল এরশাদ নগর এলাকায় নির্বাচনী প্রচারণা ও পথসভায় তিনি একথা বলেন।

এসময় ডিজিটাল বাংলাদেশ গড়তে তার প্রস্তাবিত নম্বর অ্যাপসের কথা তুলে ধরে আতিকুল ইসলাম বলেন, নম্বর অ্যাপস এর মাধ্যমে ৪৮ ঘণ্টার মধ্যে যেকোন সমস্যার সমাধান করা হবে।

অটোমেশনের মাধ্যমে সিটি কর্পোরেশনের ভ্যাট, ট্যাক্সসহ অনেক কাজ অনলাইনেই করা যাবে।

মেয়র আতিকুল শহরব্যাপী নারী নিরাপত্তা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন। এছাড়া সবাই মিলে সকল শ্রেণির মানুষের বসবাসের জন্য সুস্থ, সুন্দর ও আধুনিক ঢাকা গড়ে তোলার জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

বাংলাদেশ সময়: ০১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৯
এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।