ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ সোহাগের মৃত্যু, নিহত বেড়ে ৬৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
চকবাজারে অগ্নিকাণ্ডে দগ্ধ সোহাগের মৃত্যু, নিহত বেড়ে ৬৯ ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ রিকশাচালক আনোয়ার হোসেনের পর সোহাগ নামে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (২৫ ফ্রেরুয়ারি) দিনগত রাত আড়াইটার দিকে সোহাগের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সেমন্ত লাল সেন।

তিনি আরো জানান, সোহাগের আগে রাত আড়াইটার দিকে আনোয়ার হোসেন নামে অপর এক দগ্ধ রোগী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

আর আনোয়ারের মৃত্যুর পর সোহাগের মৃত্যুতে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায়  মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৯ জনে।

গত বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার পর চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক ভবনে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ আগুন নিয়ন্ত্রণে কাজ করে বিমান ও নৌবাহিনী। যোগ দেয় দু’টি হেলিকপ্টারও।

প্রায় ১৪ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসার পর অভিযানে ৬৭ জনের মরদেহ উদ্ধারের খবর জানায় কর্তৃপক্ষ। এছাড়াও দগ্ধ অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৯ জনকে চিকিৎসা দেওয়া হয় বার্ন ইউনিটে। তাদের অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক বলে জানিয়ে আসছিলেন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
এজেডএস/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।