মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোলা-ইলিশা ফেরিঘাট সড়কের গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাগান আলী ইলিশা ইউনিয়নের চর ইলিশা গ্রামের বাসিন্দা।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোকতার হোসেন বাংলানিউজকে বলেন, ভোলার ইলিশা সড়কের গোডাউন এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ডভ্যান এসে ওই বৃদ্ধকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান বাগান আলী।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৯
জিপি