করিম সুপার মার্কেটে আগুন। ছবি: বাংলানিউজ
আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় করিম সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
সোমবার (০৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সুপার মার্কেটের পাঁচতলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় করিম সুপার মার্কেটের নিচতলার একটি ঝুটের গুদামঘর থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। পরে ধামরাই ও সাভার ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-টাঙ্গাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কের আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯/আপডেট: ২০১৫ ঘণ্টা
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।