ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জীবননগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
জীবননগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে লাটাহাম্বারের (শ্যালোইঞ্জিন চালিত গরু টানার বিশেষ যান) ধাক্কায় মোখলেসুর রহমান মুকুল (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ মার্চ) রাতে উপজেলার হাসাদাহ এলাকার সাথী অটোরাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত মোখলেসুর রহমান মুকুল একই উপজেলার বাঁকা ইউনিয়নের সুটিয়া গ্রামের বাসিন্দা ও দেশ লাইফ ইনসুরেন্সের মালিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে মোটরসাইকেলে করে মুকুল জীবননগর বাজার থেকে নিজ বাড়ি সুটিয়া গ্রামে যাচ্ছিলো। এসময় হাসাদাহ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লাটাহাম্বার রাস্তায় পড়ে থাকা ইটভাটার মাটি পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক মুকুল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।  

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলম তাকে মৃত ঘোষণা করেন।  

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পরেই ঘাতক লাটাহাম্বার চালক পলিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।