ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৯
সিরাজগঞ্জে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ১০ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে হাফিজুল ইসলাম (২০) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ আদেশ দেন।  

সাজাপ্রাপ্ত হাফিজুল ইসলাম (২০) সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের ওয়াজেদ আলী শেখের
ছেলে।

জানা যায়, হাফিজুল দীর্ঘদিন ধরে চন্ডীদাসগাঁতী সৈয়দ আকবর আলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করতেন। সকালে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় হাফিজুল উত্ত্যক্ত করে এবং প্রাইভেট কক্ষে একা পেয়ে জোরপূর্বক গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।