জাহিদ হোসেন ঢাকার তুরাগ থানার উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাইলঝুড়ি এলাকার কবির হোসেনের ছেলে।
বুধবার (০৬ মার্চ) দুপুরে সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার বাগেরসড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জাফলংগামী (ঢাকা মেট্রো গ-২৯-০১৩০) একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই জাহিদ হোসেন মারা যান। আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তামাবিল হাইওয়ে পুলিশের কর্মকর্তা মাসুক আহমদ বাংলানিউজকে জানান, সুরতহাল প্রতিবেদনের পর মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এনইউ/ওএইচ/