ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গ্রিন লাইনের যাত্রীর পেটে মিললো ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
গ্রিন লাইনের যাত্রীর পেটে মিললো ইয়াবা ইয়াবাসহ আটক মাদক কারবারি হাবিবুর রহমান

ঢাকা: কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে হাবিবুর রহমান (৬৭) নামে এক যাত্রীকে আটক করেছে র‌্যাব-১০। পেটের মধ্যে ৪ হাজার পিস ইয়াবাসহ মোট ৭ হাজার ২০০ পিস ইয়াবা বহন করছিলেন গ্রিন লাইন পরিবহনের ওই যাত্রী।

বুধবার (০৬ মার্চ) সন্ধ্যায় আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক।

তিনি বলেন, রাজধানীর কদমতলী থানাধীন মাতুয়াইল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ইয়াবা ব্যবসায়ী হাবিবুর রহমানকে আটক করা হয়।

তার কাছ থেকে ৭ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার বড় একটি অংশ (৪ হাজার পিস) পলিথিনে মুড়িয়ে পেটের ভেতরে করে বহন করছিলেন তিনি।

আটক হাবিব সবার নজর এড়াতে পলিথিনে মোড়ানো ইয়াবার ৮০টি প্যাকেট খেয়ে ফেলেন। যার প্রত্যেকটিতে ৫০ পিস করে ইয়াবা ছিলো।

মেজর আশরাফুল হক আরো বলেন, গত ২৯ জানুয়ারি আটক হাবিবের স্ত্রী, ছেলে ও ছেলের বউকে ইয়াবা পাচারের সময় গ্রেফতার করে র‌্যাব-১০। তার পুরো পরিবারই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ঢাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।