তিনি বলেছেন, জনগণের হুকুম না মেনে দেশ চালিয়ে গেছে বিএনপি। তারা দেশ শাসন করে কী করেছে।
সোমবার (০৬ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে ‘টুয়ার্ডস অ্যা বেটার পারফর্মিং অ্যান্ড ইথিক্যাল সিভিল সার্ভিস ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন প্রফেসর আবু ইউসুফ।
এসময় মন্ত্রী বলেন, আমাদের যারা ঘোর বিরোধিতা করেন। তারাও বলছেন, গত ১০ বছরে বিশাল অনুপম ঘটেছে। কেউ বলেন পাজল। কেউ বলেন সারপ্রাইজ। কেউ বলেন মিরাকল। কেউ বলেন প্যারাডাইস। আমি বলবো ইকোনমিকসের পরিবর্তনের দিনে আছেন আপনারা। কেনো বাংলাদেশকে প্যারাডাইস বলা হচ্ছে, আপনারা খুঁজে বের করবেন। কেনো বাংলাদেশ গত ১০ বছরে এই অবাক কাণ্ড করতে পারলো।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ইউনিভার্সিটি অব ঢাকার প্রফেসর তৈয়বুর রহমান, ইউনিভার্সিটি অব নটিংহ্যামের প্রফেসর জন হেরিক সাহলিং, প্রফেসর ক্রিস্টান স্কালাস্টার, ইউনিভার্সিটি অব রকসাইড প্রফেসর কিমস্যাস মিকেলসেন, ইউনিভর্সিটি অব ঢাকার প্রফেসর কাজী মারফুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৯
এমএমআই/টিএ