বুধবার (০৬ মার্চ) দিনগত রাত ১০টায় খালিয়াজুরী থানায় মামলাটি (মামলা নম্বর-১) দায়ের করা হয়।
অভিযুক্ত কলেজছাত্র কাওসারসহ তার বাবা বাচ্চু মিয়াকে আসামি করে স্কুলছাত্র মাসুদের চাচা আবুল বাশার মামলাটি দায়ের করেন।
মাসুদ খালিয়াজুরী উপজেলার দিয়ারাকান্দা গ্রামের বাসিন্দা নছর মিয়ার ছেলে।
অপরদিকে গলাকাটার অভিযোগে অভিযুক্ত কাওসার পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে খালিয়াজুরীর কৃষ্ণপুর ডিগ্রি কলেজের ছাত্র।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বরাত দিয়ে তিনি জানান, কাওসার ও মাসুদ পরস্পর বন্ধু। ঘটনার দিন মঙ্গলবার (০৫ মার্চ) দিনগত রাতে কৃষ্ণপুর বাজারে মাসুদের কাছে ধার টাকা চায় কাওসার।
কিন্তু মাসুদ ধারে টাকা দিতে পারবেনা জানালে দুই বন্ধুর মধ্যে সৃষ্ট তর্কবিতর্কের একপর্যায় কাওসার মাসুদকে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টার করে। এতে মাসুদ গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মামলার আসামিদের গ্রেফতার অভিযানে নেমেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০২৩২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
জেডএস