বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এসময় মন্ত্রী আরও বলেন, সুস্থ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় শতভাগ নিরাপদ খাদ্য নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন- খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফুর রহমান অপু, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুর রহমান, রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুবুর রহমান প্রমুখ।
এর আগে সকালে জেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক হয়ে সদর উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসআই