বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রিনা একই এলাকার মৃত সামসুল হকের মেয়ে এবং শহিদুলের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে।
গৃহবধূ রিনার স্বজনরা জানান, পারিবারিক কলহের জেরে সকালে রিনাকে পিটিয়ে আহত করে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে পালিয়ে যান শহিদুল। পরে রিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্য গোলাম নবী বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। নিহতের স্বামী শহিদুল পলাতক রয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসআরএস