নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার ইটের আঘাতে চা দোকানি চাচা আনিস মোল্যা (৫০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে ঢাকায় নেওয়ার পথে মাওয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়।
জানা যায়, বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় কালিয়ার সাতবাড়িয়া গ্রামে চায়ের দোকানি আনিস মোল্যা তার ভাইয়ের ছেলে সোহাগ মোল্যার (২৫) কাছে চাসহ অন্যান্য মালামাল বিক্রির বাকি টাকা চাইলে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে ভাতিজা সোহাগ চাচার মাথায় ইট দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আনিসকে প্রথমে খুলনা নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে মাওয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অভিযুক্ত সোহাগ পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।