ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংকার-নারী উদ্যোক্তা সমাবেশ শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
ব্যাংকার-নারী উদ্যোক্তা সমাবেশ শুক্রবার বাংলানিউজের লোগো

ঢাকা: ব্যাংকার ও এসএমই নারী উদ্যোক্তাদের সমাবেশ ও নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য নিয়ে তিন দিনব্যাপী মেলার আয়োজন করেছে বাংলাদেশ। 

শুক্রবার (৮ মার্চ) দুপুর ৩টায় বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ব্যাংকার-নারী উদ্যোক্তা সমাবেশ ও মেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেন, ব্যাংকারদের সঙ্গে নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সমাবেশের আয়োজন করা হয়েছে।

 

এছাড়াও এসব নারী উদ্যোক্তার প্রতিষ্ঠানে উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির।  

মেলা চলবে রোববার (১০ মার্চ) পর্যন্ত।  

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।