ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মিল্ক ভিটা-জীবন বিমাসহ ৬ সংস্থায় নতুন প্রধান নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
মিল্ক ভিটা-জীবন বিমাসহ ৬ সংস্থায় নতুন প্রধান নিয়োগ

ঢাকা: মিল্ক ভিটা, জীবন বিমা করপোরেশন ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

এছাড়া আরও তিন সংস্থা প্রধান নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মজিবুর রহমানকে মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম শাওলী সুমন জীবন বিমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ পেয়েছেন।
 
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইউসুফকে কৃষি বিপণন অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে। আর সংস্থার মহাপরিচালক ড. মোছাম্মাৎ নাজমানারা খানুমকে কৃষি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল হক ভূঁঞাকে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হয়েছে।
 
শ্রম অধিদফতরের মহাপরিচালক শিবনাথ রায়কে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক করা হয়েছে।
 
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য আব্দুল হাইকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
 
টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদস্য একেএম মিজানুর রহমানকে শ্রম অধিদফতরের মহাপরিচালক করেছে সরকার। আর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদস্য মো. শহিদুল ইসলামকে স্রেডার সদস্য করা হয়।
 
ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত মো. হাফিজুর রহমানকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য, বিআইডব্লিউটিসি’র প্রকিউরমেন্ট অব ৩৫ নাম্বারস কমার্সিয়াল অ্যা ৮ নাম্বারস অক্সিলারি ভেসেলস অ্যান্ড কনস্ট্রাকশন অব ২ নিউ স্লিপওয়ের প্রকল্প পরিচালক সৈয়দ মো. তাজুল ইসলামকে বিআইডব্লিউটিসির পরিচালক করা হয়েছে।
 
১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ প্রকল্পের পরিচালক পিযুষ কান্তি নাথকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।