বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সদর থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় জেলা পুলিশ সুপার (এসপি) ইকবাল হোসেন।
আটক সজিব বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বাড়ইপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
ইকবাল হোসেন বলেন, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো সবই চোরাই। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে চুরি হয়। প্রথমে সারিয়াকান্দি উপজেলা থেকে সজিবকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।
আটক যুবককে জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চোর চক্রের আরও কিছু সদস্যর নাম জানিয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।
আটক সজিবের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
জিপি