কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় (আনুমানিক ৯) কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ মার্চ) সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও আওরাহাটি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিকুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে।
মরদেহের সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে ছিল আকাশি রঙের শার্ট ও হাফ প্যান্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কিশোরী গৃহকর্মীর কাজ করতো। নির্যাতনের পর তাকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই সাদিকুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।