বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাবেদ পাটোয়ারী বলেন, বাংলাদেশকে যেভাবে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত করা হয়েছে, ঠিক সেভাবেই মাদক মুক্ত করা হবে।
লক্ষ্মীপুর পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রোকন উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু প্রমুখ।
এর আগে বেলুন, পায়রা উড়িয়ে ও ফিতা কেটে নবনির্মিত চন্দ্রগঞ্জ থানা ভবনের উদ্বোধন করেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গণপূর্ত বিভাগের অর্থায়নে চারতলা বিশিষ্ট এ ভবনের নিমার্ণ ব্যয় হয় ২ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসআর/আরআইএস/