ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
ঈশ্বরদীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেফতার

ঈশ্বরদী: ঈশ্বরদীর পাকশীতে মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিম হত্যা মামলার আসামি রকি বিশ্বাসকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুরে পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রকিকে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত পাঁচদিনের আবেদন মঞ্জুর করেন।  

এরআগে, বুধবার (০৬ মার্চ) ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর বিবিসি বাজার এলাকা তাকে গ্রেফতার করে পুলিশ।

রকি বিশ্বাস পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাসের ছোট ছেলে।  

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রকিকে গ্রেফতার করে।   

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, রকি মুক্তিযোদ্ধা সেলিম হত্যা মামলার এজাহারনামীয় দ্বিতীয় আসামি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মামলার তদন্ত স্বার্থে কোনো তথ্য জানানো যাচ্ছে না।   

উল্লেখ্য, গত ০৬ ফেব্রুয়ারি পাকশীর রুপপুরে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান সেলিম। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।