বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, নবাবপুর রোডের মানসী সিনামা হলের পাশে একটি টায়ারের গোডাউনে আগুন লাগার খবরে তাৎক্ষণিক ৫টি ইউনিট পাঠানো হয়। পরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন সূত্রপাত কোথায় থেকে তা তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এজেডএস/এসএইচ