ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নবাবপুর রোডে টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
নবাবপুর রোডে টায়ারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: পুরান ঢাকার নবাবপুর রোডে টায়ারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (০৭ মার্চ) বিকেল ৪টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।



ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল সিকদার জানান, নবাবপুর রোডের মানসী সিনামা হলের পাশে একটি টায়ারের গোডাউনে আগুন লাগার খবরে তাৎক্ষণিক ৫টি ইউনিট পাঠানো হয়। পরে বিকেল ৪টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।  

তবে আগুন সূত্রপাত কোথায় থেকে তা তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।