ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
গোপালগঞ্জে তরুণীকে গণধর্ষণের অভিযোগ

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদরে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্বজনরা নির্যাতনের শিকার ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। 

বৃহস্পতিবার (৭ মার্চ) এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ।

নির্যাতনের শিকার ওই তরুণী জানায়, তিনি মঙ্গলবার (৫ মার্চ) জেলা সদরে ডাক্তার দেখিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার উদ্দেশে একটি মাহেন্দ্র গাড়িতে (থ্রি হুইলার) উঠেন।

কথা ছিল তাকে চন্দ্রদিঘলিয়া স্ট্যান্ডে নামিয়ে দেবে। কিন্তু ওই গাড়িতে থাকা দুই যুবক ও গাড়ি চালক তাকে নির্দিষ্ট স্থানে না নামিয়ে মেরী গোপিনাথপুর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি সেচ পাম্পের ঘরে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

গোপালগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বাংলানিউজকে বলেন, ধর্ষণের অভিযোগ এনে এক তরুণী হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হযরত আলী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।