বৃহস্পতিবার (৭ মার্চ) এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত দুই যুবককে আটক করেছে পুলিশ।
নির্যাতনের শিকার ওই তরুণী জানায়, তিনি মঙ্গলবার (৫ মার্চ) জেলা সদরে ডাক্তার দেখিয়ে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার উদ্দেশে একটি মাহেন্দ্র গাড়িতে (থ্রি হুইলার) উঠেন।
পরে স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
গোপালগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বাংলানিউজকে বলেন, ধর্ষণের অভিযোগ এনে এক তরুণী হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হযরত আলী বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
জিপি