ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাসে অভিনব কায়দায় ছিনতাইচেষ্টা, ২ জনকে গণপিটুনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
বাসে অভিনব কায়দায় ছিনতাইচেষ্টা, ২ জনকে গণপিটুনি

নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় একজনের কাছ থেকে লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। তখন ছিনতাইচেষ্টার এক লাখ টাকা উদ্ধার করে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২টায় ফতুল্লার শিবুমার্কেট এলাকায় ঘটনাটি ঘটে। আটক দু’জন হলো- ঢাকার শ্যামপুর এলাকার আনোয়ার হোসেন খানের ছেলে জুয়েল (৩০) ও নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার শফিকের বাড়ির ভাড়াটিয়া মৃত. আ. ছাত্তার গাজির ছেলে জামাল হোসেন ভুলু (৩৮)।

ছিনতাইচেষ্টা থেকে রক্ষা পাওয়া যাত্রী হলেন আতাউর রহমান। তিনি প্রাইম টেক্সটাইল মিলের কর্মকর্তা। আতাউর বাংলানিউজকে বলেন, একটি সমিতি থেকে এক লাখ টাকা উঠিয়ে বাসায় রাখি। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় ফতুল্লার দেলপাড়া এলাকার বাসা থেকে টাকা নিয়ে চাষাঢ়া সোনালী ব্যাংকে জমা দেয়ার জন্য মৌমিতা পরিবহনের বাসে রওয়ানা দেই। বাসটি শিবুমার্কেট আসা মাত্রই একজন আমার কাছে দাড়িয়ে বমি করার চেষ্টা করে। তখন তাকে ধরার চেষ্টা করলে আরেকজন পকেট থেকে টাকা নিয়ে দ্রুত বাস থেকে নেমে পালানোর চেষ্টা করে। এসময় বমির চেষ্টাকারীও বাস থেকে নেমে দৌড় দেয়। তখন বুঝতে পেরে চিৎকার করি। স্থানীয় জনতা দু’জনকে ধাওয়া করে ধরে ফেলে।  

পরে গণপিটুনি দিয়ে দু’জনকে পুলিশে সোপর্দ করে জনতা।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, ছিনতাইকারী দু’জনকে আটক করে তাদের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করেছেন ছিনতাইচেষ্টার শিকার আতাউর রহমান।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।