বুধবার (০৬ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের ফোর স্টার হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আকটরা হলেন- জেলার দীঘিনালা উপজেলার মৃত ধুইরা মোহন চাকমার ছেলে রঞ্জন চাকমা (৩৫) ও মৃত রায় মোহন ত্রিপুরার ছেলে ধনঞ্জয় ত্রিপুরা (৩৬)।
জানা গেছে, চট্টগ্রামের র্যাব-৭ গোপনের সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন র্যাবব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ। এসময় হোটেলটির একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। তখন তাদের কাছ থেকে একটি এলজি, দুইটি পিস্তল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো বাংলানিউজকে বলেল, দুই অস্ত্র বিক্রেতা হোটেলটিতে অবস্থান করছেন- এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এডি/টিএ